ধানের জন্য নর্দার্ন জৈব সার
আবাদী জমিতে নর্দার্ন জৈব সারের গুরুত্ব:
জৈব সার উদ্ভিদের খাদ্যোপাদান যোগান দেয়। মাটিতে এটা নাইট্রোজেনের একমাত্র স্বাভাবিক উৎস,কারণ মাটির কণায় নাইট্রোজেন থাকে না। জৈব সারে সবকয়টি খাদ্য উপাদান থাকে। নিয়মিতভাবে জৈব সার প্রয়োগ করলে গৌণ উপাদানের ঘাটতি সচরাচর দেখা যায় না।
১. নর্দার্ন জৈব সারে বিভিন্ন প্রকার জৈব এসিড এবং হরমোন থাকে যা ফসলের জন্য উপকারী।
২. নর্দার্ন জৈব সার মাটির কণার পুঞ্জীভবনে সহায়তা করে,এতে মাটিতে বাতাস ও পানি সঞ্চালন সহজ হয় এবং ভূমিক্ষয় কমে যায়।
৩. নর্দার্ন জৈব সারের বিয়োজনের ফলে সৃষ্ট হিউমাস মাটির খাদ্যাপাদান ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করে। এতে মাটির বিদ্যমান কিংবা সার আকারে প্রয়োগকৃত খাদ্যাপাদানের অপচয় কম হয়।
৪. নর্দার্ন জৈব সার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
৫. নর্দার্ন জৈব সারের বিয়োজনের ফলে কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন হয়।পানিতে দ্রবীভূত হয়ে এটা কার্বনিক এসিড সৃষ্টি করে। কার্বনিক এসিড ও জৈব সারের অন্যান্য জৈব এসিড কোন কোন খাদ্যাপাদানকে অদ্রবীভূত অবস্থা থেকে দ্রবীভূত অবস্থায় নিয়ে আসে।
৬. মাটির জীবাণু ও ক্ষুদ্রাকার জীবের প্রান ধারনের জন্য নর্দার্ন জৈব সার প্রয়োজন। এদের কর্যকলাপ বৃদ্ধি পেলে মাটির উৎপাদন শক্তি বাড়ে।
৭. নর্দার্ন জৈব সার শক্ত মাটিকে নরম করে,ফলে এসব মাটি কর্ষন সহজ হয়।
৮. নর্দার্ন জৈব সার মাটির তাপমাত্রা ও অম্ল ক্ষারত্বের দ্রুত উঠানামা নিয়ন্ত্রন করে যা ফসলের জন্য উপকারী।
উৎস: গবেষণা ও উন্নয়ন বিভাগ (এন.এ.এস.এল)
তাহলে আর দেরী কেন কৃষক ভাইরা আপনার আবাদী জমির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে,অধিক ফসল ফলাতে ব্যবহার করুন নর্দার্ন জৈব সার টি।