নর্দার্ন কম্পোস্ট সার
জমিতে নর্দার্ন কম্পোস্ট সার প্রয়োগ পদ্ধতি:
১.ধান,আলু, ভূট্টা, পিঁয়াজ, মরিচ এ জাতীয় ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি ৫০-৬০ কেজি জমি তৈরির শেষ চাষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে।
২.সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি ৬০-৮০ কেজি জমি তৈরির শেষ চাষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে।
৩.ফল ও বৃক্ষ জাতীয় গাছ,চারা রোপণের সময় গাছ প্রতি ২-৩ কেজি এবং বয়স্ক গাছে বর্ষা ও শীত শুরুর আগে চারপাশে বৃত্তাকার ভেদে ২-৫ কেজি হারে বছরে ২ বার প্রয়োগ করতে হবে।