পিঁয়াজ চাষের জন্য নর্দার্ন সার
বিস্তারিত ব্যবহার বিধি:
রসুন, আলু, আদা, হলুদ, গাজর মুলা ও মূল কন্দাল ফসল চাষে পিঁয়াজের এই সারটি ব্যবহার করা যাবে।
নর্দার্ন এগ্ৰোর বি.এফ. পিঁয়াজের সার ও জৈব সার ব্যবহার করলে পিঁয়াজের ফলন ও সংরক্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে।
পিঁয়াজ চাষে কখনোই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না।
পিঁয়াজের এই সারটি রসুন, আলু, আদা, হলুদ, গাজর, মুলা ও মূল কন্দাল ফসলের সংরক্ষণ ক্ষমতাও বৃদ্ধি পাবে।
পিঁয়াজের বীজ তলায় সার প্রয়োগ:
প্রতি শতক জমিতে ৫০০-৬০০ গ্ৰাম নর্দার্ন বি.এফ. পিঁয়াজের সার ও ৪০০-৫০০ গ্ৰাম নর্দার্ন জৈব সার শেষ চাষে ছিটিয়ে প্রয়োগ করতে হবে।
পিঁয়াজ চাষে মধ্যম মানের জমির জন্য সার প্রয়োগ:
প্রতি শতক জমিতে ১ কেজি ৪০০ গ্ৰাম হতে ২ কেজি ৭০০ গ্ৰাম নর্দার্ন পিঁয়াজের বি,এফ. সার ও ২-৩ কেজি নর্দার্ন জৈব সার বা নর্দার্ন কম্পোস্ট সার ৪-৫ কেজি জমিতে প্রয়োগ করতে হবে।
যদি বি.এফ. সার ব্যবহার করতে না চান আর রাসায়নিক সারের পরিমাণ জানা থাকে তাহলে রাসায়নিক সার ও ব্যবহার করা যাবে।
উপরি প্রয়োগ:
প্রথম নিড়ানীর সময় প্রতি শতক জমিতে ১০০-২০০ গ্ৰাম ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে।
নর্দার্ন জৈব সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যাবে।
ফসলের অবস্থা বুঝে উপরে উল্লেখিত ডোজ কম বেশি করা যেতে পারে।
বিশেষ দ্রষ্টব্য:
গ্ৰীষ্মকালের পিঁয়াজ আবাদ করতে উপরক্ত সার প্রয়োগের নিয়ম প্রযোজ্য।