লেবুর জন্য নর্দার্ন কম্পোস্ট সার ও নর্দার্ন জৈব সার।

লেবু চাষ এর জন্য নর্দার্ন এগ্রো সার্ভিসেস লিমিটেড নিয়ে এলো ফর্টিফাইড প্রযুক্তি তে তৈরি নর্দার্ন জৈব সার জাপানি ই.এম ব্যাবহৃত নর্দার্ন কম্পোস্ট সার।

---

অতিরিক্ত এসিডিক ফার্টিলাইজার ব্যবহারের কারণে জমির এসিডিটি বেড়ে যায়,ফলে রাসায়নিক সারের কার্যকারিতা কমে যায়।
অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে কন্দাল ফসলের এ জাতীয় ফসলের সংরক্ষণ ক্ষমতা কমে যায় এবং সময়ের আগেই পচেঁ যাওয়া শুরু হয়।
এসব সমস্যার সমাধান পেতে ব্যবহার করুন আমাদের কোম্পানির ফর্টিফাইড প্রযুক্তিতে তৈরি নর্দার্ন জৈব সার।

নর্দার্ন কম্পোস্ট সার:

১.লেবু,ধান,আলু, ভূট্টা, পিঁয়াজ, মরিচ এ জাতীয় ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি ৫০-৬০ কেজি জমি তৈরির শেষ চাষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে।
২.সবজি জাতীয় ফসলের ক্ষেত্রে বিঘা প্রতি ৬০-৮০ কেজি জমি তৈরির শেষ চাষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী প্রয়োগ করতে হবে।
৩.ফল ও বৃক্ষ জাতীয় গাছ,চারা রোপণের সময় গাছ প্রতি ২-৩ কেজি এবং বয়স্ক গাছে বর্ষা ও শীত শুরুর আগে চারপাশে বৃত্তাকার ভেদে ২-৫ কেজি হারে বছরে ২ বার প্রয়োগ করতে হবে।

Subsidiary of

NORTHERN AGRO
SERVICES LIMITED

Corporate Office

Moharrampur, Ramsagar road, Pulhat, Dinajpur-5200, Bangladesh

Copyright © 2023 Northernfertilizer. All Rights Reserved.

Design and Development By HRSOFTBD