ভুট্টার জন্য নর্দার্ন ভুট্টার বি.এফ সার।
মধ্যম মানের জমিতে ভুট্টা চাষে নর্দার্ন ভুট্টার বি.এফ সারের প্রয়োগ পদ্ধতি:
বীজ বপনের পূর্বে প্রতি শতকে ২ থেকে ৩ কেজি নর্দার্ন বি.এফ সার, ১ কেজি ৫০০ গ্ৰাম হতে ২ কেজি নর্দার্ন জৈব সার বা ৩-৪ কেজি নর্দার্ন কম্পোস্ট সার একত্রে প্রয়োগ করে মাটির সাথে ভাল ভাবে মিশিয়ে দিতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: যদি বি, এফ সার ব্যবহার করতে না চান, আর রাসায়নিক সারের পরিমাণ জানা থাকে, তাহলে রাসায়নিক সার ও ব্যবহার করা যাবে।
তবে নর্দার্ন জৈব সার বা নর্দার্ন কম্পোস্ট সার উপরে উল্লেখিত নিয়মে ব্যবহার করতে হবে।
পরবর্তী উপরি প্রয়োগ: বীজ বপনের ৩০ থেকে ৪০ দিন পর প্রতি শতক জমিতে ৩৫০ থেকে ৫০০ গ্ৰাম ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। নর্দার্ন জৈব সার বা নর্দার্ন কম্পোস্ট সারের সাথে মিশিয়ে ব্যবহার করলে রাসায়নিক সারের কার্যকারিতা বেড়ে যায়। ফসলের অবস্থা বুঝে উপরে উল্লেখিত সারের ডোজ কম বেশি করা যেতে পারে।