নর্দার্ন তরমুজের বি.এফ সার
তরমুজ চাষের জন্য নর্দার্ন তরমুজের বি.এফ সার।
নর্দার্ন কম্পোস্ট অথবা জৈব সার এর সাথে ব্যাবহার করলে তরমুজ উৎপাদন বেড়ে যায়।
মধ্যম মানের জমির জন্য
মাদা তৈরি করে মাদা প্রতি ৬০ হতে ১০০ গ্রাম নর্দার্ন বি.এফ তরমুজের সার ও ৭৫ হতে ১৫০ গ্রাম নর্দার্ন জৈব সার বা ১৫০ হতে ৩০০ গ্রাম নর্দার্ন কম্পোস্ট সার প্রয়োগ করে ৫ হতে ৭ দিন পর বীজ বপন করতে হবে।
উপরই প্রয়োগ:
৪০ হতে ৪৫ দিন পর একই নিয়মে নর্দার্ন বি এফ তরমুজের সার ৬০ হতে ১০০ গ্রাম, ৫০ গ্রাম নর্দার্ন জৈব সার বা ১০০ গ্রাম নর্দার্ন কম্পোস্ট সার ও ৫০ গ্রাম পটাশ সার মাদা প্রতি রিং পদ্ধতিতে প্রয়োগ করতে হবে।