পান চাষের জন্য নর্দার্ন সার

পান চাষ এর জন্য নর্দার্ন এগ্রো সার্ভিসেস লিমিটেড নিয়ে এলো ফর্টিফাইড প্রযুক্তি তে তৈরি নর্দার্ন জৈব সার, এবং নর্দার্ন বি.এফ সার।

আপনার পান এর বরজে নর্দার্ন এর এই সঠিক পুষ্টি সমৃদ্ধ সার গুলোর ব্যবহারবিধি জানতে ভিডিও তে শেষ পর্যন্ত দেখে নিন।

---

ব্যবহারবিধি:

পানের বরজে ৩য় ডোজ:

মধ্যম মানের জমির জন্য: ভাদ্র ও আশ্বিন মাসে পানের বরজের জন্য প্রতি শতকে ১২০০-১৫০০ গ্ৰাম নর্দার্ন পানের বি.এফ মিশ্র সার পানের বরজের সারির মাঝে হাঁটা পথে ছিটিয়ে দিতে হবে। তবে অবশ্যই পানের বরজের মাটিতে রস থাকতে হবে। প্রয়োজনে সেচের ব্যবস্থা করতে হবে।

৩য় উপরি প্রয়োগ: বৃষ্টির পরে ১৫-২০ দিন পর প্রতি শতকে ১.৫-২ কেজি নর্দার্ন জৈব সার ও ১০০-১৫০ গ্ৰাম ইউরিয়া সার উপরক্ত পদ্ধতিতে প্রয়োগ করতে হবে। যদি বৃষ্টি না হয় তাহলে প্রয়োজনে সেচের ব্যবস্থা করতে হবে।

পানের বরজে ৪র্থ ডোজ:

আবহাওয়ার তারতম্যের জন্য কাঙ্খিত ফলাফল না পাওয়া গেলে পান গাছের অবস্থা বুঝে ৩য় উপরি প্রয়োগের মত‌ই ডোজ আশ্বিন মাসে দেয়া যেতে পারে। তবে অবশ্যই মাটিতে রস থাকতে হবে।প্রয়োজন হলে সেচের ব্যবস্থা করতে হবে।

Subsidiary of

NORTHERN AGRO
SERVICES LIMITED

Corporate Office

Moharrampur, Ramsagar road, Pulhat, Dinajpur-5200, Bangladesh

Copyright © 2023 Northernfertilizer. All Rights Reserved.

Design and Development By HRSOFTBD