নর্দার্ন লেবুর সার
সার প্রয়োগ পদ্ধতি:
নর্দার্ন শক্তি সার ৫০ কেজি, নর্দার্ন জৈব সার ৪০ কেজি, নর্দার্ন কম্পোস্ট সার ৮০ কেজি ও ইউরিয়া সার ৫০ কেজির মিশ্রন চারা রোপণের পূর্বে প্রতি গর্তে ২০০ হতে ৩০০ গ্রাম, মাটির আর্দ্রতা থাকা অবস্থায় প্রয়োেগ করতে হবে।
সার প্রয়োগের ১৫-২০ দিন পর চারা রোপণ করতে হবে।
ফলন্ত গাছের জন্য সার প্রয়োগ:
২-৪ বছর বয়সের গাছে আগে উল্লেখিত সার গুলোর মিশ্রন ২০০-৩০০ গ্রাম হারে গাছ প্রতি প্রয়োগ করতে হবে। ৫ বছর বয়সের অধিক গাছ প্রতি ৫০০-৭০০ গ্রাম উপরোক্ত মিশ্রন প্রয়োগ করতে হবে।
নর্দার্ন জৈব বা নর্দার্ন কম্পোস্ট সার বছরে কমপক্ষে দুইবার প্রদত্ত হারে রিং করে চাঁদের মত মাটি খুঁড়ে গর্ত প্রতি প্রয়োগ করতে হবে।
লেবু গাছের বয়স:
১-৩ বৎসর
৩,৪,৫ বৎসর
৬,৭,৮ বৎসর
৮+
নর্দার্ন জৈব সারের পরিমাণ (গাছ প্রতি):
২৫০-৩০০ গ্রাম ৪০০-৫০০ গ্রাম
৫০০-৭০০ গ্রাম
৭৫০ গ্রাম-১ কেজি
নর্দার্ন কম্পোস্ট সারের পরিমাণ (গাছ প্রতি);
৫০০-৬০০ গ্রাম
৮০০ গ্রাম-১কেজি
১কেজি-১৪০০ গ্রাম
১৫০০ গ্রাম-২ কেজি